শনিবার, ১৯ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জকে আর কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না : নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫১, ১৮ জুলাই ২০২৫

না.গঞ্জকে আর কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না : নাহিদ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে এবং যানজটমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা আর কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোন গডফাদারের কাছে বর্গা দিতে চাই না।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্র সমাজ মাঠে নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ শহীদ হয়েছিল সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনী দ্বারা।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। কিন্তু শ্রমিকদের জন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যাবসায়ীদের প্রোটেক্ট করতে হবে। আমরা দেখছি মাফিয়া অলিগার্কদের প্রোটেক্ট করা হচ্ছে আর ছোট ও মাঝারি ব্যাবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যাবসা করতে পারছে না।

তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন। সেভাবে আপনাদের জেগে থাকতে হবে। এ যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন আমরা নতুন বন্দোবস্ত, জনগণের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারবো।