
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা তারাই এসেছি যারা রাজপথে জীবন দেয়ার জন্য এসেছিলাম। দুয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা শপথ নিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো না।
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দিতে চায়।
বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা আওয়ামী লীগের ফাউল খেলার অংশ নিতে চায়নি। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে তা দেখিয়ে দিয়েছে।
তারা বলে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। আমি বলতে চাই তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাস হতে চায় তাদেরও জনগণ ছাড় দিবে না। কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই।
আমরা নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখি। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হচ্ছে। সন্ত্রাসীদের দলের জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। জুলাই সনদের কথা বলা হয়েছে। মৌলিক সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কার্যকর করতে অবিলম্বে নতুন সংবিধান কার্যকর করতে হবে।
তিনি বলেন, সারাদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে জায়গা করে নিয়েছে। আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। এখানে ফ্যাসীবাদ বিরোধী আরও কয়েকটি দলের কর্মসূচি হচ্ছে। আপনারা এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।