
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের তওবার সুযোগ গোপালগঞ্জের ঘটনার পর শেষ। কেয়ামত হয়ে যাওয়ার পর তওবার কোন সুযোগ থাকে না। আওয়ামী লীগ ফিরে আসলে এর পরিনতি কী হবে তা গোপালগঞ্জে আপনারা দেখেছেন।
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যাবসা ছিল। আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের কারও মেয়ের জামাই কারও শালা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসে। আপনারা আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাতে পারেন, আমি সুশীলতা দেখাতে পারবো না।
তিনি আরও বলেন, কোন গণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগের পতন হয়নি যে আপনি তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াইকে আমরা সাধুবাদ জানাই। যারা টকশোতে কথা বলে তারা জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।