শনিবার, ১৯ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের চেম্বারকে সহায়তার আহবান খোরশেদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১০, ১৮ জুলাই ২০২৫

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের চেম্বারকে সহায়তার আহবান খোরশেদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সহায়তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

শুক্রবার (১৮ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ আহ্বান জানান খোরশেদ।

এসময় তিনি বলেন, এই ব্যাবসায়ীরা অতি ক্ষুদ্র ব্যাবসায়ী। তারা যে পরিমান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এটা অবর্ণনীয়। আমি ব্যাবসায়ী সংগঠন ও চেম্বারকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর। পাশাপাশি যদিও আমি দায়িত্বে নেই। তবে সিটি করপোরেশনের প্রশাসককে আমি মৌখিক ও লিখিত উভয় ভাবে জানাবো যেন এটা ঠিক করে দেয়া হয়।

তিনি বলেন, আমাদের সময়কালে ব্যাটারির দোকান বরাদ্দ দেয়া হয়নি। ব্যাটারি তো আর হকার দ্রব্যের মধ্যে পড়ে না। কেউ হয়ত দোকান বরাদ্দ নিয়ে ব্যাটারির দোকান দিয়েছে। 

এর আগে শুক্রবার ভোরে শহরের মিশনপাড়া এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ব্যাবসায়ীরা।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৈরি পোশাকসহ ৩০ দোকান পুড়ে গেছে।