শনিবার, ১৯ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বন্দরে বিএনপির বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৯, ১৮ জুলাই ২০২৫

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বন্দরে বিএনপির বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বন্দর থানার  কদম রসুল পূর্বপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয় পরে বিক্ষোভ মিছিলটি বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সাবেক যুবদল নেতা আওলাদ হোসেনসহ বন্দরের প্রতিটি ইউনিয়ন ও নাসিকের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। মিছিল শেষে শহীদ মিনারে পথ সভায় আবুল কাউসার আশা বলেন, একটি দল ৭১ সালে যেমন স্বাধীনতার বিরোধীতা করেছে তেমন ২৪ সালেও নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা গোপালগঞ্জে যে ন্যক্কারজনক হামলা হয়েছে তার তিব্র নিন্দা জানাই। সেই সাথে এনসিপির নেতাদের বলতে চাই, আপনারা মনে করিয়েনা এটা বৈষম্য বিরোধী আন্দোলন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাসহ মা-বোনেরা রাস্তায় নেমে এসেছিল স্বৈারাচারের পতন ঘটাতে। আর এখন আপনা একটি রাজনৈতিক দল তাই প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে নিতে হবে। আর কাঁদা ছুড়াছুড়ি নয় আসুন আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশটাকে গড়ে তুলি।