
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, খেলাধুলা করলে আমাদের কিশোরেরা সন্ত্রাসী কার্যক্রমে জড়াবে না। এর ফলে শিশু কিশোরদের মাঝে সন্ত্রাসী প্রবনতা কমবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। আমরা এখানে লাইট লাগিয়ে দেবো যেন রাতেও এখানে ওরা খেলাধুলা করতে পারে।
রোববার (১৭ আগষ্ট) ফতুল্লার আলীগঞ্জ মাঠে চতুর্থ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে একসময় অনেক বড় বড় খেলোয়াড় বের হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে জাতীয় দলে আরও অনেক খেলোয়াড় বের হবে।
তিনি বলেন, চেম্বার সকল শ্রেনীর মানুষের জন্য কাজ করবে৷ আমরা যানজট নিরসন ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছি। জলাবদ্ধতা দূর করতে যা যা করা দরকার আমরা তা করবো।