
ফাইল ছবি
জুলাই আন্দোলনের সময় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়।
রোববার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অডিওটি পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনার সাথে নানা বিষয়ে কথা বলেন। কথার শুরুতে তিনি শেখ হাসিনাকে বলেন, এখন পর্যন্ত যা পদক্ষেপ নিয়েছেন, তার সবগুলোই সঠিকই হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের যা রিপোর্ট পাচ্ছি। আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় ইনু রামপুরা ও শনির আখড়ার কথা উল্লেখ করলে শেখ হাসিনা বলেন, রামপুরা ক্লিয়ার আছে তবে শনির আখড়া কিছু ঝামেলা আছে।
নারায়ণগঞ্জ সম্পর্কে শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছেনা আর্মিকে। আমরা সেনা নামাচ্ছি। তারা হেলিকপ্টার থেকে নামবে। হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। এসময় ইনু বলেন, আচ্ছা উপর থেকে সাউন্ড বোম মারবে আরকি।
এ সময় ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।
জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দিয়ে ইনু বলেন, জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। এ সময় ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে; যাতে সায় দেন শেখ হাসিনা।
অডিও রেকর্ডটি নারায়ণগঞ্জে বেশ আলোড়ন তৈরি করেছে।