রোববার, ১৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জেলা প্রশাসকের অনুমোদনবিহীন হাউজিং অফিস উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩১, ১৭ আগস্ট ২০২৫

আড়াইহাজারে জেলা প্রশাসকের অনুমোদনবিহীন হাউজিং অফিস উচ্ছেদ

হাউজিং কোম্পানির অফিস উচ্ছেদ

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে জেলা প্রশাসকের অনুমোদন (এনওসি) ছাড়াই হাউজিং কার্যক্রম পরিচালনার অভিযোগে পূর্বাচল উদ্যোগ সিটি নামে একটি হাউজিং কোম্পানির অফিস উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় কোম্পানিটির অফিস উচ্ছেদের পাশাপাশি কয়েকটি সাইনবোর্ডও অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কোনো হাউজিং কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্যে অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।