শনিবার, ১৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৯, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৯, ১৬ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ (শনিবার, ১৬ আগস্ট) সারা দেশে পালন করা হচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জে ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ২নং রেলগেট এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বিভিন্ন মন্দির থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মূল শোভাযাত্রায় যোগ দেয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।

এ উপলক্ষে দেওভোগের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ আখড়াসহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জন্মাষ্টমী পালিত হচ্ছে। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এছাড়াও ইসকন ও অন্যান্য মন্দিরে দিনব্যাপী দর্শন আরতি, গুরু পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী আরতি, গৌর আরতি এবং লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক অনুষ্ঠিত হচ্ছে।

জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’