সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা কেউ রাজনীতির হাতিয়ার হবেন না : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২১, ৩১ আগস্ট ২০২৫

আপনারা কেউ রাজনীতির হাতিয়ার হবেন না : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের হিন্দু মুসলমান হিসেবে বিশ্বের কাছে পরিচিত নাকি বাংলাদেশী হিসেবে পরিচিত? আমাদের সবার পরিচয় হবে সবাই বাংলাদেশী। আমরা কেউ ধর্মে পরিচিত হতে চাই না। আপনারা কেউ রাজনীতির হাতিয়ার হবেন না। 

রোববার (৩১ আগষ্ট) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল আপনারা কেউ বসেছিলেন? আগামীতে ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে কি আমরা বসে থাকবো? আমরা সবাই দেশের উন্নয়নের জন্য, সার্বভৌমত্বের জন্য সবাই এক।

তিনি বলেন, ৫ আগস্ট এর পরে সবাই বলেছিল হিন্দুদের জন্য সমস্যা, তখন কি আপনাদের কারো উপর হামলা করেছিলো? এসব কথা কখনো গায়ে মাখবেন না। আমরা সবাই এক। সবাই যার যার ধর্ম নিয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে।

তিনি আরও বলেন, ধর্ম মানে হিন্দু মুসলমানদের উপর হামলা করা না, হিন্দুদের উপর হামলা করা না মানে যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের নেতা তারেক রহমানও চায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারাবিশ্বের কাছে পরিচিত হবে।