বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করি : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

আমরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করি : রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা কখনও যেন নিজেদের আলাদা বা সংখ্যালঘু না ভাবি। আমরা সেই সামাজিক মূূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই।

বুধবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রতিটি থানা উপজেলায় প্রতিটি মন্ডপে আমাদের কর্মীরা সহবস্থান করেছে। এবারও আমরা থাকবো। লক্ষ্মীনারায়ণ নিয়ে কথা হয়েছে। সেটা প্রশাসন দেখবে।

সিদ্ধিরগঞ্জে দশটি মন্ডপ রয়েছে। তারা এক ধরনের আতংকে থাকে। তারা আমাদের বলেছেন। তারা হয় উঠতি বয়সী কিছু ছেলেদের কারণে মানসিকভাবে আঘাত পেয়েছেন। আপনাদের অনুরোধ এটি দেখবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সময় কঠোর হতে হয়। সেসময় হয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেরকম কঠোর ছিল না।