বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূজার আগেই ড্রেনের কাজ সম্পন্নের তাগিদ সাখাওয়াতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ১১ সেপ্টেম্বর ২০২৫

পূজার আগেই ড্রেনের কাজ সম্পন্নের তাগিদ সাখাওয়াতের

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, পূজায় নারায়ণগঞ্জ শহরের উত্তর থেকে দক্ষিণে মনে হয় জনসভা। উৎসবের আমেজ থাকে। তবে এ বছর রাস্তার বিষয়টি বিবেচনার আহ্বান জানাচ্ছি। ড্রেনের কাজ সড়কের দুই পাশে অসম্পূর্ণ। আমরা বহুদিন ধরে অনুরোধ করছি এটা যেন দ্রুত করা হয়। পূজার আগে এ রাস্তাটা উপযোগী করে গড়ে তোলার জন্য আমি অনুরোধ করছি। 

বুধবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, লক্ষ্মীনারায়ণের বিষয়টি নিয়ে আমরা গতবার অনেক চড়াৎ উৎরাই পার করেছি। এবার এটা আগে সমাধান করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আপনাদের দলাদলি রয়েছে। আপনারা পূজার সময়টায় অন্তত এটা ভুলে যাবেন। আমাদের সংবিধানে সংখ্যালঘু বলতে কিছু নেই। নারায়ণগঞ্জে আমরা যারা রাজনীতি করি আমাদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা আপনাদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতা করবো। 

আপনাদের পূজাটা যেন উৎসবমুখর পরিবেশে করতে পারেন সে ব্যাপারে আমরা আপনাদের সবসময় সহযোগিতা করবো। আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।