
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসুর ফলাফল ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানান তারা।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেছেন, এ বিজয় মজলুমের। দোয়া ও ভালোবাসা তোমাদের জন্য।
তিনি আরও বলেন, বিকৃতি করে সত্য ও সুন্দরকে দমিয়ে রাখা যায়না। ছাত্রীদের কল্যাণে আমাদের মেয়েরাও যোগ্যতার সাথে এগিয়ে যাবে অপ্রতিরোধ্য ভাবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ আহমদ বলেন, আমি ডাকসুর নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাই। বিজয়ীদের প্রতি আমার ভালবাসা ও অভিনন্দন।