ধানের শীষ
নারায়ণগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ১ আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসন পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

