মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৯, ৩ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের বন্দরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় তাদের অনেকের মুখ মাস্ক ও হেলমেট দিয়ে ঢাকা ছিল।

সোমবার (৩ নভেম্বর) সকালে বন্দরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে, অবৈধ ট্রাইবুনাল মানিনা, মানবোনা স্লোগানে এবং অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে নানান স্লোগান দেন। 

নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত জানান, আমাদের টহল দলগুলো তাদের খুঁজছে। পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশকেও আমরা ইনফর্ম করেছি। জায়গাটা নিশ্চিত হলে শিঘ্রই তাদের চিহ্নিত করা সম্ভব হবে।

এদিকে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোঃ কাদির নামের এক প্রবাসী ব্যাবসায়ী দেশে এসেছেন। অভিযোগ রয়েছে আড়াইহাজার থেকে তিনি কয়েক লক্ষ ডলার নিয়ে দেশে এসেছেন আসন্ন নির্বাচন বানচালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অর্থের যোগান দিতে। এর সপ্তাহ পরেই নারায়ণগঞ্জে সক্রিয় হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি জানান, আমি আওয়ামী লীগের সাবেক এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সাথে সাক্ষাৎ করেছি সত্য কিন্ত কোন অর্থ বা ডলার আনিনি।