ফাইল ছবি
কিশোরগঞ্জের নিকলীতে শিশু ধর্ষণ মামলার অভিযোক্ত ধর্ষক কবিরাজ জয়নাল (৫০) কে গ্রেফতার করেছে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা।
রোববার (২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা হরিপুর কুড়িপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ র্যাব- ১১ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, বাদী এবং বিবাদী একই গ্রামের বাসিন্দা। ধর্ষক জয়নাল (৫০) একজন কবিরাজ। ঘটনার দিন গত ০২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় বিবাদী জয়নাল (৫০) বাদীর বসতঘরে আসে এবং বাদীর মেয়ে ভিকটিমকে দেখে বলে যে সমস্যা আছে চিকিৎসা করতে হবে। এই কথা বলে বিবাদী জয়নাল বাদীকে দোকান থেকে পান আনতে পাঠায়। বিবাদী দোকান থেকে পান আনতে গেলে বিবাদী জযনাল বাদীর মেয়ে ভিকটিমকে ঘড়ের দক্ষিণপাশের কোটায় নিয়ে চিকিৎসার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে বিবাদী জয়নাল ঘর থেকে বাহির হয়ে দৌড়ে পালাইয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে নিকলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর হতে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় (০২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা হরিপুর কুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ জয়নাল (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ভৈরব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নোমান আহমদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।

