ফাইল ছবি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ নভেম্বর শহরে র্যালিটি দলের আহবায়ক এস এম আসলাম ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন নেতৃত্বে উপস্থিত ছিলেন মোঃ মনির মল্লিক, মোঃ সেলিম হোসেন, মোঃ আবদুল আজিজ মিলন, মোঃ মামুন, মোঃ জুয়েল, মোঃ শামসুদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিম, মোঃ কামাল, মোঃ সাগর, মোঃ বিল্লাল হোসেন খান, মোঃসফিসহ আরো অনেকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়। পরে ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান চলতে থাকে। এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। খন্দকার মোশতাকের কাছ থেকে পদোন্নতি আদায় করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। ৬ নভেম্বর রাতে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন সৈনিকরা। পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় নিজেকে সুসংহত করেন জিয়াউর রহমান। সামরিক শাসক থেকে তিনি রাজনীতিকে পরিণত হন।

