শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন ঐক্য: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৪, ৭ নভেম্বর ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন ঐক্য: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "আগামী নির্বাচন কঠিন হবে, আমাদের নেতা বারবার এ কথা বলেছেন। ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের প্রয়োজন দলীয় ঐক্য। আমাদের সকলের সাথে সকলের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। দলীয় কর্মসূচিতে কোনো দলাদলি বা কোনো বিভেদ তৈরি করা যাবে না।"

​শুক্রবার (৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।

​তিনি বলেন, "আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বৈপ্লবিক ভূমিকায় দেশবিরোধী চক্রান্তের অবসান ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। সেই থেকে মানুষ বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে।"

​গিয়াসউদ্দিন আরও বলেন, "জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন। তিনি রাজনৈতিক অঙ্গনে এমন বীজ বপন করে গেছেন যে সারা জাতি তাঁকে কৃতজ্ঞতার সাথে আজও স্মরণ করে। আজ তিনি পৃথিবীতে নেই, কিন্তু তাঁর প্রতি বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিয়ে তিনি একটি নজির স্থাপন করে গেছেন।"

​"আমরা তারেক রহমানের দিকনির্দেশনায় গত ষোলো বছর ধরে রাজপথে সংগ্রাম করেছি। অনেক রক্ত ঝরেছে, অনেক জেল-জুলুম সহ্য করতে হয়েছে। পাঁচ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার পালিয়ে গেছে।"