ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আশা নেতৃত্বে সকলে সম্বনীত হয়ে অংশ গ্রহণ করেছেন। কেনো ৭ নভেম্বর হয়েছিলো, সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা মুক্তি চাই কিনা। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তি করা জন্য তিনি পেয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক। তিনি একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার কারণে তাকে ১৯৮১ সালের ৩০ মে তাকে শাহাদাৎ বরণ করতে হয়েছিলো। সামনে যে নির্বাচন আসতাছে আমরা পরবর্তীতে অবস্থান নিয়ে এগিয়ে যাবো।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা নেতৃত্বে বিশাল র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবদল, শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, এখানে যাবার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যারা যুগের পর যুগ জালাল হাজী পরিবারের জাতীয়তাবাদী আদর্শে পতাকাতলে ঐক্যেবদ্ধ রয়েছেন। আজকে বলতে চাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শহীদ জিয়া কারামুক্তি পর নেতৃত্বহীন দেশে তখন তিনি দেশ গড়ার দায়িত্ব নিয়ে ছিলেন। তার ধারাবাহিকতা গণতন্ত্র চর্চা পালন করেছি।
আজকে কোন রাজনৈতিক কোন বক্তব্য দিবো না। মেসেজ আপনাদের সামনে গতকাল ক্লিয়ার করেন দিয়েছিলাম। সবাই ধৈর্য্য ধরুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ। দেয়া মালিক আল্লাহ, গণস্রোত যেখানে আমরা সবাই থাকবো সেখানে। আমরা সবাই সাবেক এমপি আবুল কালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, আগামীতেও থাকবো। নারায়ণগঞ্জবাসীকে একটা মেসেজ দিতে চাই, ক্ষমতা না জনতা, দালালী না রাজপথ।

