শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১২, ১৪ নভেম্বর ২০২৫

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আজ ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার বাদ জুমা ডিআইটি চত্বর থেকে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। 

মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমেদ মুন্সী , ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ। 

মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই সনদ এর আইনিভিত্তি সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোন একপক্ষকে খুশি করার জন্য একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ঘোষণা আসছে। আমরাও স্পষ্ট বলে দিতে চাই, একই দিনে দুইটা সম্ভব নয়। অবশ্যই আগে গণভোট হতে হবে। 

মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করার জন্য কেন্দ্র থেকে যেকোনো কর্মসূচি দিলে সেটা বাস্তবায়নের  জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।