বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করবো: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ১৯ নভেম্বর ২০২৫

সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করবো: সাখাওয়াত

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জের সকল মানুষ ও ভোটাররা ঐক্যবদ্ধ। আমরা সকলে মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। আমরা সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করবো।

বুধবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির পক্ষ থেকে এই ৩১ দফা তুলে ধরা হয়েছে। এই ৩১ দফা এই জাতির মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়নে আমরা যার যার অবস্থান থেকে এত বছর যাবৎ কাজ করে যাচ্ছিলাম।

তিনি বলেন, এই ৩১ দফায় সব আছে। বিএনপির ক্ষমতায় এলে আমরা এই ৩১ দফার আলোকে সংস্কার বাস্তবায়ন করবো।