অ্যাডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা তখন থেকেই এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আজ আমরা সম্মিলিত ভাবে এই কর্মসূচি পালন করছি।
বুধবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি আশা করি আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেন প্রত্যাশা সেটি পূরণ করতে আমরা সক্ষম হবো। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।

