বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩০০ ফিটে ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৪, ১৯ নভেম্বর ২০২৫

৩০০ ফিটে ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতিসহ বিভিন্ন ছিনতাই এর সাথেj জড়িত সামির ও তার তিনজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় আসামিদের কাছ থেকে একটি ডামি রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রংপুর জেলার হারাগাছ থানার মোঃ শাহজাহানের ছেলপ সানি আহম্মেদ সামির (২১), নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মোঃ সুলতানের ছেলে মো: ইমন (২২), রংপুর জেলার মিঠাপুকুর থানার মোঃ মানিক মিয়ার ছেলে মো: রিশাদ (২৩), বরিশাল জেলার গৌরনদী থানার মহিউদ্দিনের ছেলে মো: আরিফ হোসেন (২২)।

র‍্যাব-১১ জানায় সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে আলোচিত বিষয় রাত নামলেই ভয়ংকর হয়ে উঠছে ঢাকার ৩০০ ফিটের রাস্তা। ব্যস্ত রাজধানী ঢাকার মানুষ জন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে ছুটে যান ৩০০ ফিটের রাস্তায় ঘুরে আসতে। এই সুযোগে ৩০০ ফিটের রাস্তায় গড়ে উঠেছে এক ভয়ংকর ডাকাত চক্র। ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ তাদেরই একটি। সম্প্রতি সময়ে সোসাল মিডিয়ায় ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।