বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-৫: মাসুদুজ্জামানের গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০০, ২৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫: মাসুদুজ্জামানের গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা আজ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ নভেম্বর বৃহস্পতিবার। স্থানীয় জনগণের প্রত্যাশা, দাবি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গীকারকে কেন্দ্র করে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশ শুরু হবে বেলা আড়াইটায়। এতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। সমাজ উন্নয়ন ও যুবসমাজকে এগিয়ে নিতে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত। তিনি জনসভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, কর্মসংস্থান ও শিক্ষাখাতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম আজাদ, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি (ঢাকা বিভাগ)। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এছড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা এই নির্বাচনী আয়োজনে সার্বিকভাবে উপস্থিত থাকবেন।