দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সোনারগাঁ রয়্যাল রিসোর্টে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব অধ্যাপক মোঃ রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আল মুজাহিদ মল্লিক।
দোয়া মাহফিলে সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খতিব আলেম ওলাময়সহ মাদ্রাসা এতিম খানায় অধ্যায়নত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলেম ওলাময়দের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

