বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো : দিপু ভুঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৪, ২৬ নভেম্বর ২০২৫

প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো : দিপু ভুঁইয়া

ফাইল ছবি

আজকে আপনাদের একটি কথা বলে যাই, আগামীতে ইনশাআল্লাহ রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো। রূপগঞ্জে অনেক ইন্ডাস্ট্রি আছে সেসকল ইন্ডাস্ট্রিতে যেন রূপগঞ্জবাসীকে অগ্রাধিকার দেয়া হয় আমরা সেই ব্যবস্থা করবো বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।  

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, আজকে রূপগঞ্জ শ্রমিক দল সারা নারায়ণগঞ্জ জেলার মধ্যে নাম্বার ওয়ান দল হিসেবে চলে যাচ্ছে। আপনারা যেভাবে কাজ করছেন সেজন্য নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শ্রমিক দলের অনেক গুলো কাজ আছে। আস্তে আস্তে বিভিন্ন কল-কারখানায় নজর দিতে হবে। যাতে রূপগঞ্জে যারা শ্রমিকরা আছে যারা সারা বাংলাদেশে শ্রমিকরা আছে তাঁরা যেন মাসিক বেতনটা ঠিকঠাক মতো পায়। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যেন সমন্বয় করে বেতন নির্ধারণ করা হয় সেদিকে নজর রাখতে হবে। 

সবশেষে তিনি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বলেন, দেশমাতা খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই তাঁর জন্য বিশেষ ভাবে দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এসময় তিনি দেশ নায়ক তারেক রহমানের জন্যও দোয়া চেয়ে তাঁর পথসভা সমাপ্ত করেন।