বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অস্ত্র লাইসেন্স নবায়নে সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৬ নভেম্বর ২০২৫

অস্ত্র লাইসেন্স নবায়নে সময়সূচি প্রকাশ

সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি প্রকাশ করেছে। বৈধ লাইসেন্সধারীদের নির্ধারিত তারিখে সরকারি কোষাগারে নবায়ন ফি, ভ্যাট ও কর জমা দিয়ে অস্ত্র ও মূল লাইসেন্সসহ উপস্থিত হয়ে নবায়ন করতে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবায়ন কার্যক্রম চলবে।

সিদ্ধিরগঞ্জ থানার লাইসেন্সধারীদের জন্য নবায়ন সময় নির্ধারিত হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। দায়িত্বে থাকবেন সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা। প্রতিকল্প কর্মকর্তা হিসেবে থাকবেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাববর হোসেন এবং সহকারী কমিশনার রাশেদ খান। বন্দর থানার নবায়ন হবে ৭ থেকে ১১ ডিসেম্বর। আড়াইহাজার থানার সময় নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৮ ডিসেম্বর। যারা নির্ধারিত তারিখে নবায়ন করতে পারবেন না তারা ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সব থানা একসঙ্গে নবায়নের সুযোগ পাবেন।

নবায়ন ফি ও ভ্যাটের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে পিস্তল বা রিভলবারের জন্য ২০ হাজার টাকা নবায়ন ফি, ৩ হাজার টাকা ভ্যাট এবং ২ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে। শটগান, বন্দুক বা রাইফেলের জন্য নবায়ন ফি ১০ হাজার টাকা, ভ্যাট ১৫০০ টাকা এবং কর এক হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লং ব্যারেল অস্ত্রের জন্য নবায়ন ফি ১০ হাজার টাকা, ভ্যাট ১৫০০ টাকা এবং কর এক হাজার টাকা লাগবে। প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের জন্য নবায়ন ফি ২০ হাজার টাকা, ভ্যাট ৩ হাজার টাকা এবং কর ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ চালান জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোড নম্বরও প্রদান করা হয়েছে।
নবায়ন করতে আসার সময় মূল লাইসেন্স, অস্ত্র এবং ব্যবহৃত গুলির হিসাবসহ গুলি সঙ্গে আনতে হবে। অস্ত্র বা গুলি যদি কোনো কর্তৃপক্ষের কাছে জমা থাকে তবে জমার মূল রসিদ ও ফটোকপি প্রদর্শন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদাধিকারী এবং সরকারি ক্যাডার সার্ভিসের ষষ্ঠ গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তা বা অবসরপ্রাপ্তদের জন্য নবায়ন ফি প্রযোজ্য হবে না তবে তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।