ফতেহ মোহাম্মদ রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, মনে অনেক দুঃখ কষ্ট ছিল। আজকে আমরা এখানে সভা করছি। আমাদের মার্কা ধানের শীষ। ধানের শীষের কান্ডারি তারেক রহমান। তার মনোনীত প্রার্থী মাসুদ ভাই। আমরা দিন শেষে মান অভিমানের পর সকলেই ধানের শীষের লোক। ধানের শীষকে অবমাননা করা যাবে না।
বুধবার (২৬ নভেম্বর) শহরের হোসিয়ারি সমিতিতে বিএনপি জনসভা সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের ইচ্ছে ছিল আমরা টিপু ভাই সাখাওয়াত ভাইকে নিয়ে রাজনীতি করেছি। হয়ত তাদের মধ্য থেকে দল মনোনয়ন দিবে। নেতৃত্ব দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে। আমাদের দুঃখ কষ্ট ছিল, তবে আজকে থেকে দুঃখ কষ্ট শেষ।
আমরা বিশাল পথ পাড়ি দিয়েছি। আজ থেকে এসকল নেতাকর্মীদের দায়িত্ব আপনার। আমরা ত্যাগীরা অভিমানী হতে পারি, কিন্তু আমরা উদার। আপনাকে ধানের শীষকে বিজয়ী করতে নিজেদের উজার করে দিবো।

