ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রথম জনসভায় নাটকীয় মোড় নিয়ে মঞ্চের সভাপতিত্বে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি থাকবেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরে বরফকল মাঠে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফাতেহ মোঃ রেজা রিপন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, মনির হোসেন খান, আব্দুর সবুর খান সেন্টু সহ মহানগর যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

