ফাইল ছবি
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) নয়াপল্টন থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে পূর্বে এ টি এম কামালকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তবে তার আবেদন পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আজ তার বহিস্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এতে তিনি আবারও দলের নিয়মিত কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন।
দলীয় সূত্রের মতে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংকট ও ভুল বোঝাবুঝি নিরসন করে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং চেয়ারপার্সন কার্যালয় উভয় স্থান থেকেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ জানুয়ারিতে এ টি এম কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছিল।

