বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দলের সিদ্ধান্ত চূড়ান্ত : টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ নভেম্বর ২০২৫

দলের সিদ্ধান্ত চূড়ান্ত : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। আমার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত আমার জন্য চূড়ান্ত। 

বুধবার (২৬ নভেম্বর) শহরের হোসিয়ারি সমিতিতে বিএনপি জনসভা সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আজকে এখানে উপস্থিত হননি মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক এমপি আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। আমি তাদের বলবো আর রাগ নয়। আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের রাজনৈতিক অবিবাবক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন আমরা সবাই তার জন্য এক কাতারে দাড়াই।

তিনি আরও বলেন, তারেক রহমানের যে বার্তা নিয়ে আগামীকাল আসবেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আমরা আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে কালকে আমরা জনসভায় অংশগ্রহণ করবো।  

তিনি বলেন, মাসুদুজ্জামান আনেক চড়াই উৎরাই পার করে মনোনয়ন নিয়ে এসেছে। সে ভাগ্যবান। আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীকাল আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে জনসভা সফল করবো। তবে আপনার কাছে একটাই দাবী, আমার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে।