ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সামনে নির্বাচন। সবাই রোজা রাখেন, ধৈর্য্য ধরেন, খামোশ হয়ে যান। আচরণ এমন হতে হবে অন্য দলের ভোটাররাও যেন বিএনপিকে ভোট দেয়। আপনারা ২৫ তারিখ পর্যন্ত কষ্ট করুন। বিএনপির অনেক সমর্থক রয়েছে। আপনারা যাচ্ছেন এটা যেন মানুষ জানতে পারে। তাহলেই হবে। প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরি করতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) শহরের মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন মাঠে ছিলাম। দল আমাকে কিছুটা হলেও যেমন মূল্যায়ন করেছে। আপনারাও মাঠে থাকুন। দেখবেন একসময় আপনাকেও মূল্যায়ন করা হবে।
কোর্টে আমি যখন থাকি তখন অনেকেই আমার কাছে আসে। আমাকে বলে আমি কাজী মনির ভাইয়ের লোক, আজাদের লোক, মান্নানের লোক। আমি বলি আমার কাছে এগুলোর মূল্য নেই। আমার কাছে তার মূল্য আছে যে তারেক রহমানের লোক।
এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ভাইয়ের পন্থী হওয়া যাবে না।

