রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৫, ২১ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

ফাইল ছবি

সড়কে শৃঙ্খলা ফেরাতে আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ছয় আরোহীর বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বগাদি এলাকার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯২ ও ৬৬ ধারায় ছয়টি মামলায় মোট ৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জরিমানাপ্রাপ্তরা সবাই মোটরসাইকেল আরোহী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান।