মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এখানে সোহেল আছে। ও আমাকে একদিন বলছিল ভাই আমি ঢাকা যাবো ২০/২৫ জন নিয়ে আমার কাছে টাকা নেই। ও দোকান চালায়৷ সেই দোকানের টাকা দিয়ে লোকজন নিয়ে ঢাকায় যাচ্ছিল। তাকে মেরে পুলিশে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা প্রত্যেকে এমন নির্যাতনের শিকার হয়েছি। এত কষ্ট করেও আমরা বিএনপি ছাড়িনি। সকলের আত্মত্যাগের মাধ্যমেই এই দলটা টিকে আছে।
রোববার (২১ ডিসেম্বর) রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ২৫ তারিখে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হবে। মানুষ অপেক্ষায় আছে। কবে আমাদের নেতা আসবে এবং দেশের হাল ধরবে। আর তিনদিন পর তারেক রহমান আসবে। এই দেশের চিত্র ইনশাআল্লাহ পাল্টে যাবে।
তিনি আরও বলেন, আমরা ভাগ্যবান তিনি আমাদের রূপগঞ্জে আসছেন। আমাদের অনেক দায়িত্ব তিনি রূপগঞ্জে আছে। তাই আমাদের দায়িত্ব বেশি। সারা দেশ থেকে লোকজন আসবে। সকলকে দেখাশোনার দায়িত্ব আমার। অনেকে আগের রাতে আসবে তাদের খাবার, পানি ও চিকিৎসার ব্যাবস্থা রূপগঞ্জ করবে।
তিনি বলেন, বিগত সময়ে এখানে আমার সাথে আমার চাচা কাজী মনিরুজ্জামান মনির, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা রাজপথে একসাথে ছিলাম। সকলেই আমার মনের মানুষ। আমরা সবসময় ধানের শীষের পক্ষেই ছিলাম। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি।

