ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে—এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে ভোট দিতে যেতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত গভীর রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট থেকে প্রচারণা শুরুর পর এটি ছিল তারেক রহমানের অন্যতম বড় জনসমাবেশ।
সমাবেশে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে ২০২৪ সালে রিকশাচালক থেকে শুরু করে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার পুনরুদ্ধার করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জনকে একত্র করে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ কৃষি বীমা ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে—এমন আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দিনগত গভীর পৌনে ৪টার দিকে তারেক রহমানের গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছায় এবং ভোর ৪টা ১১ মিনিটে তিনি সমাবেশ ত্যাগ করেন। তীব্র শীত উপেক্ষা করে গভীর রাত থেকেই নারী-পুরুষ, বৃদ্ধ ও তরুণদের সমাবেশস্থলে অপেক্ষা করতে দেখা যায়। ধানের শীষের প্রতীক দিয়ে নানা সাজে সজ্জিত সমর্থকদের প্রত্যাশা—আগামীতে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নের দায়িত্ব নেবেন।

