রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে পিস্তল, বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ১১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে পিস্তল, বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় সেনাবাহিনী। 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মোঃ ফাহিম ভূঁইয়া (২৫)।

এর আগে গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ১ টি একনলা বন্দুক ও ৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। আটককৃত আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।