ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা রূপগঞ্জ থেকে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিব। মনোনয়ন আমি পাইনি, পেয়েছে রূপগঞ্জের সাধারণ মানুষ।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে কায়েতপাড়া ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন যখন নাম ঘোষণা হচ্ছিল তখন আমি কায়েতপাড়ার মাদ্রাসায় ছিলাম। কায়েতপাড়ার মাটি কিন্তু অত্যন্ত উর্বর মাটি।
তিনি আরও বলেন, আপনারা গত ১৭ বছর আমার সাথে ছিলেন। হামলা মামলার শিকার হয়েছেন। তারপরেও দলকে ছেড়ে যাননি। কারণ বিএনপি ও ধানের শীষ আপনাদের মনে ও প্রানে আছে।
এর আগে গতকাল মনোনয়ন পাবার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাকে দেখতে ভিড় করেন। আজ সকাল থেকেও অদ্যবদি হাজার হাজার নেতাকর্মী ও রূপগঞ্জের ভোটাররা তার বাড়িতে তাকে দেখতে ছুটে যান।

