বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি, বিএনপি ক্ষমতায় গেলে কী করতে চায় : রাজীব 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১৮, ৫ নভেম্বর ২০২৫

মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি, বিএনপি ক্ষমতায় গেলে কী করতে চায় : রাজীব 

৩১ দফার গণসংযোগ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। মানুষের আস্থা ও বিশ্বাসের দল। আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের জন্য কী করতে চায় তা আমরা এই ৩১ দফার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গোগনগরের ৯ নং ওয়ার্ডে মানুষের কাছে বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফা পৌঁছে দিতে গণসংযোগের সময় সাংবাদিক একথা বলেন তিনি। 

তিনি বলেন, বিএনপির উপর মানুষের আস্থা রয়েছে। বিএনপি যা বলে তা করে। এর প্রমাণ বিএনপি বহুবার দিয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেসময় প্রতিটি এলাকায় সন্ত্রাসের বিস্তার ঘটেছিল। বিএনপি বলেছিল রাষ্ট্র ক্ষমতায় এলে সবার আগে সন্ত্রাস দমন করা হবে। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে ক্লীন হার্ট অপারেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাস মাত্র তিন মাসে পঞ্চাশ শতাংশ নির্মূল করে ফেলেছিল। বিএনপি যেটা বলেছে সেটা করেছে। 

ক্লীন হার্টের সময় আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নিজের দল। কারণ নিজের দলকে শাসন না করলে আপনি অন্যদের কীভাবে শাসন করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশের মানুষকে দেয়া কথা রক্ষা করেছেন। তিনি র‍্যাব তৈরি করে সন্ত্রাস দমনে উদ্যোগ নিয়েছেন। 

রাজীব বলেন, আগামী দিনে তারেক রহমান যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে ৩১ দফার প্রতিটি দফা তিনি বাস্তবায়ন করবেন। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি।