মোঃ রিয়াজ হোসেন
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচয় ব্যবহার করে প্রতারনার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মোঃ রিয়াজ হোসেন (৩৭)।
এসময় প্রতারক মোঃ রিয়াজ হোসেনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনদের কাছ থেকে টাকা আদায় করে আসছে।
এর আগে গত ৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম (৪৬) ফতুল্লা থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান অজ্ঞাত এক প্রতারক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসএ্যাপে এবং ট্রুকলারে ডিসির নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনকে চাকুরির কথা বলে বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে টাকা নিচ্ছে। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে আটক করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে।

