বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাজীব অসুস্থ, ফতুল্লায় ধানের শীষের প্রচারণায় ভাটা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১২ নভেম্বর ২০২৫

রাজীব অসুস্থ, ফতুল্লায় ধানের শীষের প্রচারণায় ভাটা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার কারণে ফতুল্লা (নারায়ণগঞ্জ ৪ আসন) এলাকায় ধানের শীষের প্রচারণায় সাময়িক ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

জানা যায়, গত কয়েকদিন ধরেই রাজীব নিয়মিতভাবে ফতুল্লা এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও কর্মী সভাসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখন তাকে মাঠে দেখা যাচ্ছে না।

স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজীবের মাঠে উপস্থিতি সবসময় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তার অসুস্থতার কারণে প্রচারণা কিছুটা মন্থর হলেও, তিনি সুস্থ হয়ে উঠলেই আবারও আগের মতো মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।

দলীয় নেতাকর্মীরা জানান, রাজীব ভাই অসুস্থ হলেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে নামবেন—আমরা সেই অপেক্ষায় আছি।

এদিকে রাজীবের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শিঘ্রই রাজীব সুস্থ হয়ে পুনরায় ধানের শীষ নিয়ে মাঠে নামবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। পাশাপাশি এ আসনে তাকে ধানের শীষের মনোনয়ন দেয়ার দাবিও করেন নেতাকর্মীরা।