ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন আরও দুইটি মামলায় শ্যোন অ্যারেস্টের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৩ নভেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত। আবেদনকৃত দুইটি মামলার একটি ফতুল্লা থানার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও একটি আইভীকে গ্রেপ্তারে বাধা দেয়ায় সদর থানায় দায়েরকৃত মামলা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুইটি নতুন মামলায় আইভীকে শ্যোন এরেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

