বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দু:সময়েও কাজী টিটু ছিলেন মান্নানের পাশে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ১২ নভেম্বর ২০২৫

দু:সময়েও কাজী টিটু ছিলেন মান্নানের পাশে

ফাইল ছবি

বিএনপির কঠিন সময়েও সোনারগাঁয়ের রাজনীতিতে নেতৃত্বের দৃঢ়তা ও দলীয় আনুগত্যের অনন্য উদাহরণ স্থাপন করেছেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। টিটু বর্তমানে সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধানের শীষের পক্ষে নিয়মিত মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব যখন নানা রাজনৈতিক চাপের মুখে ছিলেন, তখন কাজী টিটু সংগঠনের দায়িত্বশীল নেতাদের একজন হিসেবে অটল ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পাশে। মান্নান বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

কাজী টিটু শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, দলের তৃণমূল সংগঠনকে পুনর্গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নিয়মিতভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সংগঠনের ঐক্য ধরে রাখতে কাজ করছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষায়, দুঃসময়েও কাজী টিটু ছিলেন মান্নানের ভরসা ও সাহস। তার অবিচল অবস্থান ও নিষ্ঠার কারণে সোনারগাঁ বিএনপি আজ আরও সংগঠিত ও আন্দোলনমুখী হয়ে উঠেছে।