বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সজীবের হাত শক্তিশালী করতে সিদ্ধিরগঞ্জে সাদ্দামের নানা পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৬, ১২ নভেম্বর ২০২৫

সজীবের হাত শক্তিশালী করতে সিদ্ধিরগঞ্জে সাদ্দামের নানা পদক্ষেপ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের হাতকে শক্তিশালী করতে মাঠে নেমেছেন সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সাদ্দাম ও তার সহযোগীরা। আসন্ন নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে জোরালো ভাবে মাঠে নামতে যাচ্ছেন সাদ্দাম ও তার অনুসারীরা।

সাদ্দাম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় যুবদলকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় করতে কাজ করে যাচ্ছেন। তিনি যুবকদের রাজনৈতিকভাবে সচেতন করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত রাখা এবং ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টির জন্য নানা কর্মসূচি পরিচালনা করছেন। 

এছাড়া তিনি এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সদস্য সংগ্রহ অভিযান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করছেন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, সাদ্দামের এসব পদক্ষেপে সিদ্ধিরগঞ্জে যুবদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এবং খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে যুবদল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।