বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দিপুর ধানের শীষে একাট্টা রূপগঞ্জ বিএনপি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২২, ১২ নভেম্বর ২০২৫

দিপুর ধানের শীষে একাট্টা রূপগঞ্জ বিএনপি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন পাওয়ার পর রূপগঞ্জ বিএনপিকে এক কাতারে এনেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছেন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

সর্বশেষ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৯ নভেম্বর) রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিশাল গণমিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। গণমিছিলে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় গণমিছিলে দিপু ভূঁইয়ার অনুসারীদের পাশাপাশি সকল গ্রুপের নেতাকর্মীদেরও ব্যাপক ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এর ফলে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত দেখতে পেয়েছে রূপগঞ্জবাসী।

গণমিছিলে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এছাড়াও বিএনপি নেতা আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ কাজী মনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাকর্মীরাও ব্যাপক ভাবে দিপু ভূঁইয়ার ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন। 

নিয়মিত রূপগঞ্জের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এর ফলে রূপগঞ্জজুড়ে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। 

এর আগে মনোনয়ন পাওয়ার পরেই আসনটিতে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামান মনিরের বাড়িতে গিয়ে তার দোয়া ও সমর্থন নিয়ে এসেছেন দিপু ভূঁইয়া। এঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে বিদ্যমান দূরত্ব কমেছে।