ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যদের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা।
বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যদের কাছে এই চিঠি প্রদান করা হয়।
চিঠিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মোঃ আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ থানা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক।
চিঠিতে মনোনয়ন বঞ্চিতরা জানান, নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা শিক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য লোকেরা এমপি হয়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মান্নানকে মনোনয়ন দেয়ায় সর্বস্তরের মানুষ হতাশ হয়েছে।
চিঠিতে নেতারা অভিযোগ করে জানান, পাঁচ আগষ্টের পরে সোনারগাঁয়ে চাঁদাবাজি, জমিদখলসহ নানান অপরাধে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দল ও দলের সিনিয়র নেতাদের নিয়ে অশ্লীল বক্তব্য ও অশালীন মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়াও চিঠিতে মেঘনা টোলপ্লাজার টাকা লুট ও সিদ্ধিরগঞ্জ থানার মানুষকে সন্ত্রাসী আখ্যা দেয়ার অভিযোগও আনেন তারা। মান্নানকে নিয়ে নির্বাচন করে বিজয়লাভ করা সম্ভব নয় এবং তার শিক্ষাগত যোগ্যতা নেই বলেও জানান তারা।
এসময় মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনা করে দল অন্য যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন মনোনয়ন বঞ্চিত নেতারা।

