শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অভিনব রিকশা উল্টে রেখে শাস্তিতে বিপাকে পড়েন দরিদ্র চালকরা

মাহফুজুর রহমান পারভেজ।

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ ডিসেম্বর ২০২১

অভিনব রিকশা উল্টে রেখে শাস্তিতে বিপাকে পড়েন দরিদ্র চালকরা

রিকশা উল্টে রেখে শাস্তি

নারায়ণগঞ্জে এবার করোনার লকডাউনের সময় সড়কে রিকশা বের করায় রিকশা উল্টে রেখে চালককে দাঁড় করিয়ে শাস্তি দেয়া শুরু হলে বিপাকে পড়েন দরিদ্র চালকরা। পরে বিষয়টি নিয়ে বাংলানিউজে সংবাদ প্রকাশ হলে এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হলে এ শাস্তি বন্ধ হয়।

১৮ এপ্রিল সকাল থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রবেশের মুখে পুলিশের তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। এসময় সঙ্গত কারণ দেখাতে না পারায় ঘর থেকে বের হওয়া অনেককেই ফিরিয়ে দেওয়া হয়।

রিকশাচালক আমিন সেসময় বলেছিলেন, আমি দেওভোগ থেকে রিকশা চালাই। সকালে আমি যাত্রী নিয়ে গিয়েছিলাম জামতলা। সেখান থেকে ফিরে আসার সময় আমার রিকশা আটকে উল্টে রাখে। অনেক হাতে পায়ে ধরেও সেটি ছাড়াতে পারিনি।  

আরেক রিকশা চালক মাহমুদ বলেছিলেন, আমি রিকশা চালাই সংসার কোনোভাবে চালানোর জন্য। দিনশেষে তো আমাকে রিকশার মালিককে পুরো জমা ও গ্যারেজ ভাড়া দিতে হবে। আমার এই তিন ঘণ্টার টাকা কে দেবে। আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখলো রিকশাও উল্টে রাখলো।