রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে নাতির স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে নাতির স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাতির স্ত্রীকে ফাঁকা বাড়িতে তরকারি কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনায় অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানায় হযরত আলীকে আসামি করে ভুক্তভোগীর স্বামী একটি লিখিত অভিযোগ করেছেন। হযরত আলী আফরদী গ্রামের  মৃত আনসার আলীর ছেলে। 

বুধবার উপজেলার হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামে এই ঘটনা ঘটে । 

পুলিশ জানায়, বুধবার সকালে মহিলা  প্রতিবেশী দাদা হযরত আলীর বাড়ির উঠোনে লাকড়ি শুকাতে যায়। তখন হযরত আলী ওই নারীকে তরকারি কেটে দেওয়ার কথা বলে তার নিজের পাকা বিল্ডিং এর ভিতরে নিয়ে নিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন। পরে তার রুমে নিয়ে গিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে হযরত আলী মহিলাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে উক্ত বিষয়ে ভবিষ্যতে কাউকে জানালে তাকে হত্যা করবে। মহিলা বাড়িতে এসে এই ঘটনা তার স্বামী এবং শাশুড়িকে খুলে বলে। শুক্রবার বিকেলে স্বামী বাদী হয়ে হযরত আলীকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত)  হুমায়ুন কবির মোল্লা জানান, হযরত আলীকে আটক করা হয়েছে।