সোমবার, ১২ মে ২০২৫

|

বৈশাখ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা সইতে না পেরে আত্মহত্যা, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪২, ১১ মে ২০২৫

আড়াইহাজারে জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা সইতে না পেরে আত্মহত্যা, মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিল্লাল হোসেন নামের এক ব্যাক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

এঘটনায় বিল্লালের স্ত্রী জমেলা আক্তার বাদী হয়ে৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার (১১ মে) আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন তিনি।

আসামিরা হলেন, আড়াইহাজারের মৃত তাইজুদ্দিন চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন (৫৫), মৃত সামাদের ছেলে ভুট্টু (৪৫), মৃত গাফফারের ছেলে হাবিবুর (৩২), মৃত আজুর ছেলে ইকবাল।

জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভিকটিমের বসতবাড়ি দখলের পায়তারা করছিল। গত ৮ মে পূর্ব শত্রুতার জেরে আসামি আলমগীরের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা ভাংচুর চালায় এবং বিল্লাল ও তার পরিবারের সদস্যদের মারধর করে আসামিরা।

গত ১০ মে সকালে পুনরায় বিল্লালের বাড়ির সামনে উপস্থিত হয়ে তাকে গালাগালি ও অপদস্ত করে আসামিরা। এ ঘটনার পরে অপমান সইতে না পেরে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে গেলে বিল্লালকে হাসপাতালে নিয়ে গেলে সিদ্ধিরগঞ্জ এলাকার প্রো অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে মৃতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।