রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে তুরকুনী থেকে অটো চালক ইয়াসিনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করান। ইয়াসিন উপজেলার নাগড়া পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। 

স্বজনরা জানান, নাগড়াপাড়া থেকে অটো নিয়ে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী আড়াইহাজার যাওয়া কথা বলে। পরে ছিনতাই কারীরা কৌশলে তুরকুনী নিয়ে চালকে অজ্ঞান করে অটো নিয়ে চালককে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত)  হুমায়ুন কবির মোল্লা জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।