রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন, অর্থদন্ড

আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের মেঘনার চরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় জজ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সামসুজ্জামান কনক এসময় তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের কর্মকান্ড করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জজ মিয়াকে আটক করে তাকে অর্থদন্ড করা হয়েছে। এসময় ভবিষ্যতে সে এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দিয়েছে।